বরিশাল নগরীতে বরিশাল ক্রাইম নিউজের প্রকাশক ও দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার রাকিব করোনা আক্রান্ত হয়েছেন। শরীরে করোনার উপসর্গ থাকায় গত বৃহস্পতিবার বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে নমুনা পরীক্ষা করালে আজ মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি মুঠোফোনে খন্দকার রাকিব নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করাই। এর রিপোর্ট পজিটিভ এসেছে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে মুঠোফোনে মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন।