জামালপুরে করোনার উপসর্গ নিয়ে মৃত এক ব্যক্তি ও তার স্ত্রী এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির স্ত্রী ও ভাইসহ ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে জামালপুর সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,গত ২৪ঘন্টায় জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় ৮জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে বকশীগঞ্জে রয়েছেন ৪ জন। তাদের মধ্যে বকশীগঞ্জের নিলাক্ষিয়া ইউনিয়নের বিনোদের চর গ্রামে করোনার উপসর্গ নিয়ে মৃত মকবুল হোসেন (৩২) ও তার স্ত্রী এবং টিকরকান্দি গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত আব্দুল মমিনের (৪০) সংস্পর্শে আসা তার স্ত্রী ও ভাই রয়েছেন।
এছাড়া জামালপুর শহরের মৃধাপাড়ায় একটি বেসরকারি হাসপাতালের ১জন নারী কর্মকর্তা, জেলার সরিষাবাড়ীতে ১জন এবং ইসলামপুরে ২জন ।এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫১ জন। এর মধ্যে জামালপুর সদরে ২০০জন,মেলান্দহে ৭৭ জন, মাদারগঞ্জে ৩৯জন, ইসলামপুরে ১০৩জন, সরিষাবাড়ীতে ৪৬জন, দেওয়ানগঞ্জে ৩৪জন এবং বকশীগঞ্জে ৫২জন। এখান থেকে সুস্থ হয়েছেন ২২৬ জন।