ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলায় ও বাঞ্ছারামপুর উপজেলায় ১জন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ নতুন আরও ২১জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৬৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার(২৫ই জুন) সন্ধ্যায় আক্রান্তদের রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়।
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা পিসিআর ল্যাব (ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার) থেকে ২১৩টি নমুনার রিপোর্টে জেলায় নতুন করে ২১জন করোনায় আক্রান্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, গত ২৫ই জুন পর্যন্ত জেলায় সর্বমোট ৬৯৬১টি করোনা ভাইরাসের রিপোর্ট পেয়েছি। এর মধ্যে জেলায় ৬৭৩টি রিপোর্ট করোনা ভাইরাস পজিটিভ আসছে। শুধু বৃহস্পতিবারের পিসিআর রিপোর্টে জেলায় ২১ জন করোনা ভাইরাস পজিটিভ আসছে। সরচেয়ে বেশি বাঞ্ছারামপুর উপজেলায় ১৪ জন শনাক্ত হয়েছে। তাছাড়া আখাউড়া উপজেলায় ১জন ও আশুগঞ্জ উপজেলায় ৬জন আক্রান্ত হয়েছে।
সর্বশেষ ২৫ই জুন পর্যন্ত জেলায় ৬৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২১২ জন, আখাউড়া উপজেলায় ৩৮ জন, বিজয়নগর উপজেলায় ২০ জন, নাসিরনগর উপজেলায় ২৯ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৫৬ জন, নবীনগর উপজেলায় ১১০ জন, সরাইল উপজেলায় ৪৭ জন, আশুগঞ্জ উপজেলায় ২৩ জন ও কসবা উপজেলায় ১৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ২৫ই জুন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ১০৯ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ৭জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৫ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৮৭১৯ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৬৯৬১ জনের রিপোর্টে ৬৭৩ জন আক্রান্ত হয়েছে৷