নওগাঁয় পৌর মেয়রসহ একদিনে ৮৫জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শুক্রবার ২৬শে জুন ২০২০ ০৭:১৩ অপরাহ্ন
নওগাঁয় পৌর মেয়রসহ একদিনে ৮৫জনের করোনা সনাক্ত

নওগাঁ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক ও দুই চিকিৎসকসহ নওগাঁয় আরও ৮৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। জেলায় এটি এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

এর মধ্যে নওগাঁ সদর উপজেলাতেই ৫০ জন। আজ শুক্রবার নওগাঁর  সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩২৫ জনে। এর মধ্যে ২০৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন চারজন।

নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টারের ল্যাবে নওগাঁর ২৭৯টি নমুনা পরীক্ষা হয়। গতকাল রাত সাড়ে ৯টার দিকে ওই সব নমুনা পরীক্ষার প্রতিবেদন ই-মেইলে আসে। ২৭৯টি নমুনার মধ্যে ৮৭ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা ‘পজিটিভ’ এসেছে। এর মধ্যে আগেই করোনা শনাক্ত দুই রোগীর দ্বিতীয় দফা পরীক্ষার প্রতিবেদন আছে। অর্থাৎ নতুন করে ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এই ৮৫ জনের মধ্যে নওগাঁ সদর উপজেলায় সর্বোচ্চ ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নওগাঁ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক এবং সদর উপজেলার এক চিকিৎসক ও পোরশা উপজেলায় এক চিকিৎসক রয়েছেন। এ ছাড়া মহাদেবপুরে ১৩ জন, মান্দায় ছয়জন, বদলগাছীতে চারজন, রানীনগরে দুজন, পত্নীতলায় দুজন, ধামইরহাটে তিনজন, পোরশায় তিনজন, সাপাহার একজন ও আত্রাই উপজেলায় একজন রয়েছেন।