পটুয়াখালীতে র্যাব-৮ এর সদস্য, ট্যুরিস্ট পুলিশের সদস্য ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ গত ২৪ ঘন্টায় নতুন করে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।
আক্রান্ত সবাই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদের নিজ নিজ বসতবাড়ি লকডাউন করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা-২৯০। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬ জন। বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ২০৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ জন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।