জামালপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে এক শিশুসহ ৮ জন কারোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে। বৃহস্পতিবার সকালে জামালপুর সিভিল সার্জন ডা.প্রণয় কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত২৪ ঘন্টায় জেলার ১২৩ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ৮ জনের মধ্যে করোনা পজিটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে মাদারগঞ্জ উপজেলায় ৩ জন, ইসলামপুরে ৩ জন, মেলান্দহে ১জন এবং জামালপুর সদরে ১ জন।
জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫১১ জন । এর মধ্যে সরিষাবাড়ীতে ৪৩ জন, মেলান্দহে ৭৫জন, মাদারগঞ্জে ৩৮জন, বকশীগঞ্জে ৪৮ জন, দেওয়ানগঞ্জে ৩৩ জন, ইসলামপুরে ৯৯ জন এবং জামালপুর সদরে ১৭৫জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২০৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন।