করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।বুধবার (২৪ জুন) তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে রাজধানীর হেয়ার রোডের বাসায় উঠছেন বলে জানান এই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন।
বিকেল ৪টার দিকে নাছির উদ্দিন বলেন, অল্প কিছুক্ষণের মধ্যে মন্ত্রী মহোদয় বাসায় আসছেন। করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় এবং অন্য কোনো সমস্যা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে।
বেশ কিছু দিন ধরে মন্ত্রী নির্বাচনী এলাকায় করোনাকালীন ত্রাণ বিতরণ ও এ সংক্রান্ত কার্যক্রম তদারকি করছিলেন মন্ত্রী। এসময়ে তিনি করোনা আক্রান্ত হন। গত ৭ জুন তাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে বান্দরবান থেকে ঢাকা সিএমএইচে আনা হয়।
সরকারের বেশ কয়েকজন সংসদ সদস্য আক্রান্ত হলেও মহামারি এ ভাইরাসে প্রথম আক্রান্ত হন পার্বত্যমন্ত্রী। এছাড়াও আক্রান্ত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মোজাম্মেল হক। আর এভারকেয়ারে চিকিৎসনাধীন বাণিজ্যমন্ত্রী।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।