করোনার উপসর্গ নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এএসআই হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) আবুল কালাম আজাদ এ খবর নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, গত ১৬ জুন অসুস্থ হয়ে পরলে তাকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতে তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। পরদিন সেখানে তাকে ভর্তি করা হয়।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন। মৃত হাবিবুর রহমান বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) অফিসের সহকারি উপ পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামে। ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।