মাশরাফির ভাইও করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৪শে জুন ২০২০ ০৯:৪৮ পূর্বাহ্ন
মাশরাফির ভাইও করোনায় আক্রান্ত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটা জানা গিয়েছিল গত শনিবার। আর মঙ্গলবার জানা গেল, মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মর্তুজাও করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিন করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর রাতে গণমাধ্যমকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন মোরসালিন। তাছাড়া ফেসবুকে পোস্ট দিয়েও করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানিয়েছেন মোরসালিন। তিনি বলেছেন, রিপোর্ট পজিটিভ আসলেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।

মাশরাফি আক্রান্ত হওয়ায় তার স্ত্রী সুমনা হকও করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। কিন্তু তিনি এখনো রিপোর্ট হাতে পাননি। এদিকে, মাশরাফির দুই সন্তানের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। তবে, ভালো খবর হলো এই যে, তারা দুজনের কেউই করোনায় আক্রান্ত হননি। মাশরাফি ঢাকায় থাকলেও তার সন্তানদের নড়াইলে পাঠিয়ে দিয়েছেন।

বড় ভাই করোনায় আক্রান্ত হলেও শুরুতে ভাইয়ের কাছে ছিলেন মোরসালিন বিন মর্তুজা। কিন্তু পরে মাশরাফির নির্দেশে নিজের বাসায় চলে যান মোরসালিন। বিষয়টি নিয়ে আফসোস করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন মোরসালিন। লিখেছিলেন, ‘করোনা যে আপন মানুষ কেউ পাশে থাকতে দেয় না সেটার প্রমাণ আজ পেলাম। পরিবারের অন্যদের কথা চিন্তা করে আজ আমার ভাইয়ার কাছ থেকে চলে আসতে হলো।’