মহামারি করোনাভাইরাসে করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিএমএ'র সূত্র জানায়, নমুনা পরীক্ষায় সোমবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর ওই রাতেই তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।