প্রকাশ: ২২ জুন ২০২০, ১৮:৪৭
ভারতে দিন দিন করোনা সংক্রমণ আরও খারাপের দিকে মোড় নিচ্ছে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় রেকর্ড ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। একদিনের ব্যবধানে এটিই এখন পর্যন্ত ভারতে সর্বোচ্চ মৃত্যু।এদিকে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৪ হাজার ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্য দিয়ে ভারতে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ২৫ হাজার ২৮২ জনে। সোমবার (২২ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাদ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এসব তথ্য জানায়।