প্রকাশ: ১৮ জুন ২০২০, ২৩:৫
টাঙ্গাইলের গোপালপুরে পিতা-পুত্রের পর এবার মা-মেয়েসহ নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্তান্ত হয়েছেন। তারা হলেন, পৌরশহরের নন্দনপুরের নূর ইসলামের স্ত্রী রমিছা বেগম (৫০) ও মেয়ে ফারিয়া (১৭) ও হাদিরা ভাদুরী চরের আব্দুল লতিফের ছেলে শরিফুল ইসলাম এবং হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে লিটন মিয়া (৩৬)।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১জনে। ইতিমধ্যে পুরোপুরি সুস্থ হয়ে স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ছাড়পত্র গ্রহণ করেছেন ১০জন। এর আগে ৯জুন মা-মেয়ের ওই পরিবারে পিতা নূর ইসলাম (৬০) ও পুত্র মো. রাকিব (২৭) একসাথে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, স্বাস্থ্যবিধি অনুযায়ী আক্রান্ত ব্যক্তিদের বাড়ী লকডাউন করাসহ সরকারি নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।