জামালপুর জেলা লকডাউন ঘোষণা
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৬ টা থেকে এ আর্দেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা কার্যকর থাকবে। বুধবার (৮ এপ্রিল) রাতে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এসময় সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন, দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, খাদ্যসামগ্রী সরবরাহ ও চিকিৎসা আওতাবহির্ভূত থাকবে। এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্ল্যেখ্য, জামালপুরের মেলান্দহ উপজেলার বীর ঘোষেরপাড়া একাকার এক প্লাষ্টিক কোম্পানির রিপ্রেজেনটেটিভ ও মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় কোভিড-১৯ ঝুঁকি মোকাবেলা ও সুরক্ষার প্রয়োজনে জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ কারণেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।