কালিয়াকৈরে করোনা সন্দেহে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, উপজেলা প্রতিনিধি তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশিত: বুধবার ৮ই এপ্রিল ২০২০ ০৮:৫৯ অপরাহ্ন
কালিয়াকৈরে করোনা সন্দেহে একজনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর এলাকায় বুধবার বিকেলে করোনাভাইরাসে আক্রান্ত  বলে সন্দেহে একজনের মৃত্যু হয়েছে। তবে তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হবে। মৃত্যু ব্যক্তি হলেন,উপজেলা রশিদপুর গ্রামের মৃত্যু নওয়াব আলীর ছেলে হাজী মোহাম্মদ আলী (৭০)।

জানা য়ায়, গত দুদিন আগে হঠাৎ করে তিনি জ্বর,ঠান্ডা,কাশি  ও শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। বুধবার বিকেলে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, জ্বর,ঠান্ডা,কাশি  ও শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা যায়নি বুধবার বিকেলে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।  তাকে ভাত খাওয়াতে গেলে এ সময় গলায় ভাত আটকে যায়। পরিবার পরে তাকে  হাসপাতালে নেবার চেষ্টা করা হচ্ছে এমন সময় তিনি মারা গেছেন।

কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার নাজমুন্নাহার বলেন, সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে ভাত খাওয়াতে গেলে গলায় ভাত আটকে যায় এ সময় তিনি মারা যাই। তবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে ঢাকা পাঠানো হবে পরিক্ষার পর যানা যাবে কোন রুগে তার মৃত্যু হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, আমি যতটা জানতে পেরেছি তার বয়স আষির মত আজ হঠাৎ করে ভাত খাবার সময় গলায় ভাত আটকে মারা গেছেন পরিবার আমাকে জানালেন। তবে মেডিকেল টিম  ওখানে আছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব