টাঙ্গাইল ও ধনবাড়ী লকডাউন
করোনার প্রর্দুভাবে টাঙ্গাইলে গত(৭এপ্রিল২০ইং)থেকে অনির্দিষ্ট কালের জন্য লগডাউন করেদিয়েছে জেলা প্রশাসাশক শহীদুল ইসলাম। জেলা প্রশাসকের নির্দেশক্রমে ধনবাড়ী উপজেলায় বুধবার(৮ এপ্রিল ২০ইং) থেকে লগ ডাউন ঘোষনা করেদিয়েছে ধনবাড়ী উপজেলা প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল ২০ইং) ধনবাড়ী উপজেলার শেষ সীমানাস্থল কেন্দুয়া ব্রীজের উপর লাল নিশান টানিয়ে লগডাউন করে দেন। যাতে জামালপুর জেলার কোন লোক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় প্রবেশ না করতে পারে। ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সয়া বাজার, বানিয়াজান ইউনিয়নের টাঙ্গাইল জামালপুর সড়কের চুনিয়াবাড়ী ব্রীজ, বলিভদ্রের কেরামজানি ব্রীজ, বীরতারার রাজার হাটে লাল নিশান টানিয়ে লগডাউন করা হয়।
এসময় ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া, বলিভদ্র ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু,ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ: হাই, সাধারন সম্পাদক টিটু, সাংবাদিক হাফিজুর রহমান, নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।