স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত
করোনা পরিস্থিতিতে নীলফামারী জেলায় কিশোরগঞ্জ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ’লকডাউন’ ঘোষণা করা হয়েছে। একজন চিকিৎসকের শরীরে করোনা ‘পজেটিভ’ হওয়ায় মঙ্গলবার বিকেল পাঁচটার পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম সীমিত করে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।
সূত্র জানায়, রবিবার নীলফামারী জেলায় করোনা আক্রান্ত সন্দেহে সাতজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। সাতজনের মধ্যে একজনের পজেটিভ প্রতিবেদন মঙ্গলবার নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগে আসে। তিনি ৩৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত হয়ে চিকিৎসক হিসেবে জেলার কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।
করোনা আক্রান্ত চিকিৎসকের বাড়ি ঢাকায়। তিনি কর্মস্থল থেকে গত ২৫ মার্চ ছুটিতে ঢাকায় যান। সেখান থেকে ফিরে চলতি মাসের ৩ তারিখে কর্মস্থলে যোগ দেন। এরপর জ্বর-সর্দি কাশিতে আক্রান্ত হলে ৫ তারিখ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর পাঠানো হয়।
ঘটনার সত্যতা জানিয়ে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, ’মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে স্বাস্থ্যকেন্দ্রটি লকডাউন করা হয়েছে। ওই চিকিৎসকের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের চিহ্নিত করার কাজ চলছে। স্বাস্থ্য কেন্দ্রে যারা আছেন তাদের কোয়ারেণ্টিন করা হবে। চিকিৎসককে বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।