নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর পুরো গ্রামটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। করোনা আক্রান্ত ওই রোগীকে মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে নেয়া হয়েছে। তিনি নারায়নগঞ্জ জেলার একটি গার্মেন্টসের মসজিদে ইমামতি করতেন। করোনা আক্রান্ত ওই রোগীর সংস্পর্শে আসা তার পরিবারের ৯ জন সদস্যকে উপজেলার সানেরবাড়ি উচ্চ বিদ্যালয়ে হোম কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে আইসিডিআরে পাঠানো হবে।
তাছাড়া আক্রান্ত ওই রোগীর সংস্পর্শে আসা মানুষের পরিচয় শনাক্তের কাজ চলছে। এর আগে করোনা উপসর্গ দেখা দেয়ায় আক্রান্ত ওই রোগী নিজেই ৫ এপ্রিল ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে আসেন। ৬ এপ্রিল (সম্ভাব্য সন্ধ্যায়) তার রিপোর্ট পজেটিভ আসার পর ওইদিন রাতেই পলাশ উপজেলা প্রশাসন ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া নামক গ্রামটির সব দোকানপাট বন্ধ করে লকডাউন করে দিয়ে ওই গ্রামের প্রতিটি প্রবেশ পথে পুলিশ মোতায়েন করে দেন। যাতে করে ওই গ্রামে কেউ ঢোকতে ও বের হতে না পারে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী জানান, করোনা আক্রান্ত রোগীর শারীরিক পরিস্থিতি ভালো।তাই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। ওই রোগীর সংস্পর্শে আসা তার পরিবারের ৯ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে আইসিডিআরে পাঠানো হবে। এছাড়া ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রাম লকডাউন করে দিয়ে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করে প্রতিটি প্রবেশ পথে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই গ্রামের কারও খাদ্যসামগ্রী লাগলে তা পুলিশ ব্যবস্থায় দেওয়া হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।