নকলায় এক ব্যক্তির করোনা উপসর্গ; বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা এপ্রিল ২০২০ ০২:০৩ অপরাহ্ন
নকলায় এক ব্যক্তির করোনা উপসর্গ; বাড়ি লকডাউন

শেরপুরের নকলা উপজেলায় ঢাকা থেকে আসা এক রিকশাচালকের দেহে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ার সন্দেহে তার বাড়ি লকডাউন করেছে নকলা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ মজিবর রহমান সরেজমিনে প্রত্যক্ষ করে এই ব্যবস্থা নেন। ওই রিকশাচালকের বাড়ি শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা গ্রামে।  

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই রিকশাচালককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তার লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হবে। ওই ব্যক্তির বাড়িটিকে লকডাউন করা হয়েছে এবং পাশর্^বর্তী বাড়িঘরের লোকজনকে সতর্ক করা হয়েছে। 

উল্লেখ্য যে, গত সপ্তাহে ওই রিকশাচালক ঢাকা থেকে নকলায় আসেন। আসার পর থেকেই তিনি জ্বর-কাশিতে ভোগছিলেন।