গাংনীতে করোনা সন্দেহে একটি বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১লা এপ্রিল ২০২০ ০৮:৩৭ অপরাহ্ন
গাংনীতে করোনা সন্দেহে একটি বাড়ি লকডাউন

করােনা ভাইরাস অাতঙ্কে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের একটি বাড়ি লকডাউন (তালাবদ্ধ) ঘোষণা করেছে পুলিশ। এছাড়াও করােনা সন্দেহে পার্শ্ববর্তি কয়েকটি বাড়ি নজরদারি রাখা হয়েছে।

অাজ (১ এপ্রিল) বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. মো: নাসির উদ্দীন এ ঘোষণা করেন। তবে এ ঘটনায় কাউকে আতঙ্কিত  বা গুজব না ছড়ানাের আহবান জানিয়েছেন তিনি। 

মেহেরপুরের সিভিল সার্জন ডা, মো: নাসির উদ্দীন জানান, শ্বাসকষ্ট ও সর্দিজ্বর নিয়ে গাঁড়াডোব গ্রামের জনৈক এক ব্যক্তি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবে সে প্রবাস ফেরত নয়। ইতো মধ্যে তার রক্ত পরীক্ষার জন্য ঢাকা রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)- এ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,পরীক্ষা-নিরীক্ষার পর ওই ব্যক্তি কি রোগে আক্রান্ত তা জানা যাবে। এর আগে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব হচ্ছে না। তবে তার বাড়িসহ পার্শ্ববর্তি ১০টি বাড়ি লকডাউন কিংবা প্রশাসনিক নজরদারিতে রাখার আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট ও সর্দিজ্বর নিয়ে মধ্যে বয়সী গাঁড়াডােব গ্রামের এক পুরুষ রােগী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে আসলে,চিকিৎসকরা করােনা অাতঙ্কের কারণে চিকিৎসা দিতে গড়িমসি করেন। পরে দেনদরবার করার পর ভর্তি করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব