
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ২:১

প্রচন্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কুরআন প্রেমী জনতার ঢল নামে। বাদ জোহর শ্রোতাদের এই উপচে পড়া ভীড় লক্ষ্য করা। কুরআনের মাহফিলে জনতার এই উপচে পড়া ভীড়ের প্রতিক্রীয়ায় মাওলানা মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পেইজে লিখেছেন, "রাব্বে কারিমের কাছে ফরিয়াদ কুরআন যেন হয় আমাদের নিত্যসঙ্গী।
বাদে জোহর শ্রোতাদের এই উপচে পড়া ভীড় আমাদের জন্য বড় অনুপ্রেরণা। আমরা কখনো হতাশ হইনা, নিরাশ হইনা, হাল ছেড়ে দেইনা বরং আমরা ভরসা রাখি মহান আল্লাহর উপর।"
ইনিউজ ৭১/এম.আর
