
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৭

লটারিতে অনেকেই টাকা জিতেন। তবে লটারিতে টাকা জিতে প্রাণের ভয়ে বিজেতার থানায় রাত কাটানোর ঘটনা কমই ঘটে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পূর্ব বর্ধমানে। জানা গেছে, জেলার পূর্বস্থলীর কাষ্ঠশালি গ্রামের বাসিন্দা নবম শ্রেনীর ছাত্র সুদেব দাস শনিবার ৩০ টাকা দিয়ে একটি লটারির টিকেট কেনে। ওইদিন রাতেই লটারির ড্র ছিল। ড্রয়ে প্রথম পুরস্কারের ঘোষণা সময় সুদেব দেখতে পান, সেটা তার কেনা লটারির নম্বরের সঙ্গে মিলে গেছে। প্রথম পুরস্কারের পরিমাণ ছিল এক কোটি টাকা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব