
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ২০:২৩

নানা আয়োজনে দেশব্যাপী যখন মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছিল তখন সিলেটের বিশ্বনাথ উপজেলার ইছহাক একাডেমিতে চলছিল শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটিতে বিজয় দিবসের কোনো অনুষ্ঠানের আয়োজন না করে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ‘আইসিটি’ বিষয়ে পরীক্ষা নেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলে, প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকরা যদি বিজয় দিবসের দিন অনুষ্ঠান পালনের বদলে পরীক্ষা নেন তাতে আমাদের কী করার আছে। আমরা বাধ্য হয়েই পরীক্ষায় অংশগ্রহণ করেছি।
এ বিষয়ে আখতার হোসেন নামে একজন অভিভাবক বলেন, অতীতে এমন হয়নি। এবার কেন এমন হলো জানি না। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন, ভুল হয়ে গেছে। আমাদের এটা করা ঠিক হয়নি। আর এমনটি হবে না। তবে একাডেমির পরিচালক মিজানুর রহমান মোজাহিদ জানান, পরীক্ষার সূচি অনুযায়ী ১৬ ডিসেম্বর কোনো পরীক্ষা ছিল না। এটি ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জেরে প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য শিক্ষকরাই বিজয় দিবসের দিন পরীক্ষা নিয়েছেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব বলেন, বিজয় দিবসের দিন পাঠদান কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
