https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

চীনে ভয়াবহ করোনা, ২০ দিনে আক্রান্ত ২৫ কোটি !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০:৭

শেয়ার করুনঃ
চীনে ভয়াবহ করোনা, ২০ দিনে আক্রান্ত ২৫ কোটি !

শীত পড়তেই চীনে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার নতুন ধরন বিএফ.৭ ভয়াবহভাবে বিস্তার ঘটেছে চীনে। 

ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে দেশটিতে অনেক রোগী মারা গেছে। খবর ব্লুমবার্গ এবং দ্য ফিন্যান্সিয়াল টাইমসের।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ডিসেম্বরের প্রথম ২০ দিনে চীনে প্রায় ২৫ কোটি মানুষ মানুষের করোনা আক্রান্ত হবেন! দেশটির শীর্ষ কর্মকর্তরা নাকি এমনটাই ধারণা করেছিলেন। 

চীনের স্বাস্থ্য কর্মকর্তরা আগেভাগে অনুমান করেছিলেন ডিসেম্বরের প্রথমে ‘করোনা বিস্ফোরণ’ হতে পারে। আর সেই সংখ্যা নাকি ২৫ কোটি ছাড়াবে। আর সেই কারণেই নাকি সাধারণের প্রতি কড়া হয়েছিল প্রশাসন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

চীনে কত মানুষ আক্রান্ত, তার সঠিক পরিসংখ্যান এখনও প্রকাশ্যে আসেনি। তবে যদি এই পরিসংখ্যান সত্যি হয়, তা হলে সে দেশের প্রায় ১৮ শতাংশ মানুষ এই মুহূর্তে করোনায় আক্রান্ত।

সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনে নাকি প্রতিদিন কোভিডে আক্রান্ত হচ্ছেন ৩ কোটির বেশি মানুষ। এই তথ্য সত্যি হলে একদিনে কোভিড সংক্রমণের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে চীন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দেশটির করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়তে চায় চীন

বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়তে চায় চীন

চীন বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী এবং এ লক্ষ্যে দেশটির এক্সিম ব্যাংক বাংলাদেশে চীনা শিল্প কারখানা স্থানান্তরের সহায়তা দেবে। বৃহস্পতিবার (২৭ মার্চ) চীন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউ।   চেন হুয়াইউ বলেন, চীনের অনেক কোম্পানি বৈশ্বিক বাজারে প্রবেশ করছে এবং বাংলাদেশকে তারা

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ট্রাম্পের শুভেচ্ছা বার্তা

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ট্রাম্পের শুভেচ্ছা বার্তা

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।   শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে তিনি ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি

ভারতের সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ- যুক্তরাষ্ট্র

ভারতের সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ- যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফেডরাল প্যানেল ইউএসসিআইআরএফের এক প্রতিবেদনে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বৈষম্য ও সহিংসতার কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এই রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা র’এর বিরুদ্ধে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের টার্টেট করে অপারেশন চালানোর অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে।   এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য বেড়েছে। বিশেষ করে

ইউরোপীয় ইউনিয়নের আহ্বান: গাজায় ইসরাইলি হামলা বন্ধ করুন

ইউরোপীয় ইউনিয়নের আহ্বান: গাজায় ইসরাইলি হামলা বন্ধ করুন

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা ক্যালাস গাজায় ইসরাইলের নতুন করে শুরু করা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। রোববার মিশরের কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। গাজায় চলমান সংঘাত বন্ধ এবং মানবিক সহায়তা পুনরায় চালু করার ওপর জোর দেন তিনি।   কাজা ক্যালাস বলেন, ইসরাইলের পুনরায় যুদ্ধ শুরু করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ইউরোপীয় ইউনিয়ন।

গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল

গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন। মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে তিনি উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত ১৮ মার্চ গাজার তৎকালীন প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে ইসরায়েল। এরপর তার স্থলাভিষিক্ত হন ইসমাইল বারহুম। তবে মাত্র কয়েক দিনের মধ্যেই তাকেও হত্যা করা হলো। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বারহুমের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২৪