বুনিয়াদী প্রশিক্ষণে গিয়ে করোনায় আক্রান্ত ২২ বিচারক

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৭ই জানুয়ারী ২০২২ ০৯:৩৬ অপরাহ্ন
বুনিয়াদী প্রশিক্ষণে গিয়ে করোনায় আক্রান্ত ২২ বিচারক

রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৪৩ ও ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে আসা ২২ বিচারক করোনায় সংক্রমিত হয়েছেন। তারা সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার বিচারিক কর্মকর্তা।


সোমবার (১৭ জানুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক (যুগ্ম-জেলা জজ) আবু হাসান খায়রুল্লাহ বলেন, ইনস্টিটিউটে দুই মাসের বুনিয়াদি প্রশিক্ষণ নিতে ৭০ জন বিচারক আসেন। গত ৯ জানুয়ারি প্রশিক্ষণ শুরু হয়। সম্ভাব্য উপসর্গ দেখা দিলে শনিবারের ৫ বিচারকের করোনা পরীক্ষা করা হয়। সে পরীক্ষার ফল পজিটিভ আসে। তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয় প্রশিক্ষণের কার্যক্রম।


প্রশিক্ষণ নিতে আসা বাকি বিচারকদের পরদিন করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৭ জনের ফল পজিটিভ আসে।