বরগুনায় ১৪৪ জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২০শে মার্চ ২০২০ ০৩:০৬ অপরাহ্ন
বরগুনায় ১৪৪ জন হোম কোয়ারেন্টাইনে

বরগুনা জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪৩ জন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদরকে কোয়ারেন্টাইনে রাখা হয়।  সিভিল সার্জন অফিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৩০ জন,

পাথরঘাটা উপজেলায় ৩৮ জন, আমতলী উপজেলায় ৩১ জন, বেতাগী উপজেলায় ২৭ জন, বামনা উপজেলায় ১৫ জন এবং তালতলি উপজেলায় ১ জন,  বরগুনা পৌরসভায় ১ জনসহ মোট ১৪৩ জন রয়েছেন। সকাল-বিকাল স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি সিভিল সার্জন ব্যক্তিগতভাবে তাদের খোঁজ নিচ্ছেন বলে জানা গেছে। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, আমরা সর্বত্র সতর্ক ব্যবস্থা নিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল নাগরিক প্রতিনিধির, গণমাধ্যম কর্মীরা প্রশাসনকে সহযোগিতা করছেন। 

ইনিউজ ৭১/ জি.হা