দেশে একজন থেকে করোনা ছড়াচ্ছে তিন জনে
মহামারি করোনায় আক্রান্ত একজন রোগী নির্দিষ্ট সময়ে গড়ে কত জনের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ ঘটাচ্ছেন, সেই ধারণা পাওয়া যায় যে সংখ্যার মাধ্যমে, সেটিকে ইংরেজি অক্ষর ‘আর’ এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, বিশ্বে ‘আর’ এর গড় মান ২ থেকে ২.৫। অর্থাৎ প্রত্যেক করোনা আক্রান্ত ব্যক্তি গড়ে দুজনের বেশি মানুষের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ঘটাচ্ছেন। তবে বিভিন্ন দেশ এবং ভৌগলিক অঞ্চলভেদে এ ‘আর’-এর মান পরিবর্তিত হয়ে থাকে।
রোগতত্ত্ব বিভাগের উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন জানান, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমিত হিসেব ধরে নিয়েই রোগ-তাত্ত্বিক গবেষণা করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে একজনের কাছ থেকে তিনজনের কম সংক্রমিত হচ্ছে, এটি ধরে নিয়েই বাংলাদেশের রোগতত্ত্ববিদরা গবেষণা চালাচ্ছেন।
সূত্র: বিবিসি বাংলা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।