শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় ২৮৬ জনের নমুনা পরীক্ষায় ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জাজিরা ১ জন ও নড়িয়ায় ১ জনের মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার ২৯ জুলাই বিকেলে শরীয়তপুরের সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করেন।
শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শরীয়তপুরে নতুন শনাক্ত ১৬৩ জনের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ৭ জন, জাজিরা উপজেলায় ৩১ জন , নড়িয়া উপজেলায় ২২ জন, ভেদেরগঞ্জ ৪৭ জন, ডামুড্যা ২৬ জন এবং গোসাইরহাটে ৩০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২২ জন। মোট সুস্থ হয়েছে ২৯৮৩ জন।
শরীয়তপুরে এ পর্যন্ত ১৭০৯৭টি নমুনা পরীক্ষায় ৪৩৯৩জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৫০ জন। বর্তমানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৩৬০ জন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।