আশাশুনিতে পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: সোমবার ১৭ই মার্চ ২০২৫ ০৮:০৩ অপরাহ্ন
আশাশুনিতে পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০.৩০ টায় আশাশুনির এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালাটি আয়োজিত হয়।


রূপান্তরের আয়োজনে বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলসমূহের দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোমান হোসেন।


কর্মশালায় আশাশুনির বিভিন্ন বাজারের কমিটির সদস্য ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসব বাজারের মধ্যে বুধহাটা, গোয়ালডাঙ্গা, তালতলা, বেউলা, পাইথালী, আশাশুনি সদর, কুল্যার মোড়, গুনাকরকাটি, চাপড়া, নাকতাড়া কালিবাড়ি প্রভৃতি বাজারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জার্নালিম ফর সুন্দরবনের উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, আশাশুনি বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, প্রতাপনগর তালতলা বাজার কমিটির সভাপতি আলহাজ্ব কামাল হোসেন, গোয়ালডাঙ্গা বাজারের সভাপতি মহির উদ্দীন ফকির, আবির ইসলাম, জহির আলিম, শেখ বাদশা প্রমুখ।


কর্মশালায় পলিথিন ও প্লাস্টিকের দূষণ প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসবের ব্যবহার কমিয়ে আনা, সচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারণা চালানো, বিকল্প ব্যাগ-বস্তা তৈরি করার উদ্যোগ নেওয়া, কমিটির সদস্য ও ব্যবসায়ীদের নিজ নিজ বাজারে সচেতনতা সৃষ্টি এবং প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রস্তাব ও অভিমত ব্যক্ত করা হয়।


এ কর্মশালার লক্ষ্য ছিল পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ রোধ করা এবং সুন্দরবনসহ আশাশুনি অঞ্চলের বাস্তুসংস্থানের উন্নয়ন নিশ্চিত করা। কর্মশালার মাধ্যমে ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যরা প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার সীমিত করতে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।