ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ড নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ঘটনা উপজেলাজুড়ে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, রাণীশংকৈল উপজেলার চাপোর পাব্বতীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রব্বানী পারভেজকে দিনমজুর হিসেবে দেখানো হয়েছে। তার কার্ড নম্বর ৯৪৮৬০৫৫০০০৫৬৭।
এছাড়া যাদুরানী আদর্শ কলেজের লাইব্রেরিয়ান জাহাঙ্গীর আলম, গাজির হাট ডিগ্রি কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম, রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অফিস সহকারী গোলাম রব্বানী, এবং হরিপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মোহরার গোলাম মোস্তফার নামেও টিসিবি কার্ড করা হয়েছে। তারা সকলেই রাণীশংকৈল পৌরসভার ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বেশিরভাগ উপকারভোগী এই কার্ড কীভাবে হয়েছে তা জানেন না বলে দাবি করেছেন। এক শিক্ষক জানান, ভোটার আইডি এবং ছবি তার কাউন্সিলর চেয়েছিলেন, তাই তিনি দিয়েছিলেন। তবে, স্থানীয়দের অভিযোগ, সাবেক পৌর মেয়র, কাউন্সিলর এবং বর্তমান ইউপি চেয়ারম্যান ও সদস্যরা সমন্বয় করে সচ্ছল পরিবারের জন্য কার্ড তৈরি করেছেন।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান জানান, "এমন অনেকেই আগে থেকেই এই সুবিধা ভোগ করছিলেন। বিষয়টি নজরে এসেছে এবং সংশ্লিষ্ট কার্ডগুলো সংশোধনের উদ্যোগ নেয়া হবে।"
এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। টিসিবি কার্ড প্রকৃত দিনমজুর ও অসচ্ছল পরিবারের জন্য প্রয়োজনীয় হলেও ক্ষমতাশীলদের অনৈতিক প্রভাবের কারণে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। বিষয়টি সমাধানে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।