পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের কালিচান্না গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে প্রতিবেশী মোতাহার ও মোকলেছের নেতৃত্বে একটি দল আকন বাড়িতে হামলা চালায়। এতে জাকির হোসেন (৪২), তার মা ফুলবানু বেগম (৭৫), স্ত্রী ফাতেমা বেগম (৩৮), ভাই আউয়াল আকন (৩৫), পুত্র রনি (১৮) এবং পরিবারের আরও কয়েকজন সদস্য রক্তাক্ত জখম হন।
আহতদের মধ্যে ফাতেমা বেগম ও জাকির হোসেনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আউয়াল আকন জানান, প্রতিবেশী মোতাহার ও মোকলেছ তাদের বাড়ি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। স্থানীয়ভাবে একাধিকবার শালিসি বৈঠকের পরও তারা বিরত থাকেনি। গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি আকন বাড়িতে একাধিকবার হামলা চালিয়ে বাড়ির সদস্যদের মারাত্মকভাবে আহত করে।
হামলার পর আকন পরিবার পুলিশের ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। তবে অভিযোগ করা হয়, থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইমতিয়াজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আকন পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। অন্যদিকে, অভিযুক্ত মোতাহারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।