যশোরে নির্বাচনী প্রস্তুতিতে তৎপর জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - যশোর
প্রকাশিত: শুক্রবার ৩রা জানুয়ারী ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ন
যশোরে নির্বাচনী প্রস্তুতিতে তৎপর জামায়াতে ইসলামী

জাতীয় নির্বাচনের দিন-তারিখ এখনও চূড়ান্ত না হলেও যশোরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলার ছয়টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করে দলটি এখন রাজনৈতিক কৌশল ও কর্মপন্থা নিয়ে এগোচ্ছে।  


জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল জানিয়েছেন, জেলার সব আসনের জন্য সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করা হয়েছে। এসব প্রার্থী সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। যদিও তিনি উল্লেখ করেছেন, প্রার্থী তালিকাটি প্রাথমিক এবং চূড়ান্ত করার সময় প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে।  


যশোর-১ (শার্শা) আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান। ২০০১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিনের কাছে মাত্র পাঁচ হাজার ভোটে পরাজিত হন। দিন বদলের সঙ্গে তিনি পুনরায় প্রার্থিতার সুযোগ পেয়েছেন।  


যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের প্রার্থী মাওলানা আরশাদুল আলম, যিনি ঝিকরগাছার গাজীর দরগাহ মাদরাসার সহকারী অধ্যাপক। যশোর-৩ (জেলা সদর) আসনে প্রার্থী করা হয়েছে আব্দুল কাদেরকে, যিনি সরকারি এমএম কলেজের সাবেক ভিপি এবং বিশিষ্ট ব্যবসায়ী।  


যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর) আসনে অধ্যাপক গোলাম রসুল নিজেই প্রার্থী। যশোর-৫ (মণিরামপুর) আসনে অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর-৬ (কেশবপুর) আসনে অধ্যাপক মোক্তার আলীকে প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে।  


জামায়াতে ইসলামী জোটগত নির্বাচনের সম্ভাবনাও বিবেচনা করছে। দলটি ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে তুলতে আলোচনা চালাচ্ছে। এ ক্ষেত্রে জাতীয় স্বার্থ বিবেচনায় প্রয়োজন হলে ছাড় দেওয়ার মনোভাবও প্রকাশ করেছে।  


দীর্ঘদিন বন্ধ থাকার পর আওয়ামী লীগ সরকারের পতনের পর যশোরে জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক কার্যক্রম পুনর্গঠন করেছে। দলটি জেলার ১১টি সাংগঠনিক থানা, আটটি পৌরসভা এবং ৯৩টি ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন করেছে। পাশাপাশি গ্রাম পর্যায়ে কার্যালয় খুলে কার্যক্রম পরিচালনা করছে।  


স্থানীয়রা জানিয়েছেন, জামায়াতের নেতা-কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। বিয়ে, মুসলমানি, দরিদ্র মানুষের সহায়তা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে দলটি।  


সম্প্রতি যশোরে একটি কর্মী সম্মেলন আয়োজন করেছে জামায়াতে ইসলামী, যা কার্যত নির্বাচনী প্রচারণার অংশ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সম্মেলনটি জনসমাবেশে রূপ নেয় এবং স্থানীয় রাজনীতিতে জামায়াতের অবস্থান আরও স্পষ্ট হয়।