প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০:৩৭
পবিত্র ঈদুল ফিতরের আগে বাংলাদেশে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১ হাজার ৭৭৩ টাকা বেড়ে এখন এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা দাঁড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই দাম ২৯ মার্চ থেকে কার্যকর হবে।