১০১ দিনের জন্য সিনিয়র উপদেষ্টা হতে চান সিরাজ-উদ-দৌলা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ৩রা মার্চ ২০২৫ ০৪:২৮ অপরাহ্ন
১০১ দিনের জন্য সিনিয়র উপদেষ্টা হতে চান সিরাজ-উদ-দৌলা

উত্তরাঞ্চলের মো. সিরাজ-উদ-দৌলা চৌধুরী বেতন-ভাতা ছাড়াই ১০১ দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করার সুযোগ চেয়েছেন। সোমবার (৩ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তুলে ধরেন।


লিখিত বক্তব্যে সিরাজ-উদ-দৌলা বলেন, “দেশ এখন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, তবে উন্নয়ন নিশ্চিত করার জন্য দেশের সকল অঞ্চলের সঠিক প্রতিনিধিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এবং এই অঞ্চলের জনগণের স্বার্থ ও সমস্যাগুলো নীতিনির্ধারণ প্রক্রিয়ায় সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না।” তিনি আরও বলেন, “উত্তরাঞ্চল আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে শিক্ষা, কৃষি, শিল্প ও বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে, কিন্তু অবকাঠামো, দারিদ্র্যবিমোচন, স্বাস্থ্যসেবা, এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এ অঞ্চল দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তন আনতে হলে, নীতিনির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে উত্তরাঞ্চলের একজন দক্ষ ও অভিজ্ঞ প্রতিনিধি থাকা অত্যাবশ্যক।”


সিরাজ-উদ-দৌলা চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, “রংপুরে বাসন্তী এবং আবু সাঈদের ধাক্কা শেখ মুজিব ও শেখ হাসিনা সামাল দিতে পারেনি। তবে, শহিদ আবু সাঈদের প্রাণত্যাগ এবং ছাত্র-জনতার আন্দোলনের মূল সৌন্দর্য হল বৈষম্য দূরীকরণের দায়বদ্ধতা।” তিনি একে অপরকে সম্মান জানিয়ে বলেন, “আমাদের দাবি প্রতিফলিত হবে, এর ফলে উত্তরাঞ্চলের জনগণই উপকৃত হবে না, বরং এটি সুষম উন্নয়ন ও জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটাবে।”


তিনি আরও বলেন, “আমি প্রধান উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে উত্তরাঞ্চলের একজন উপযুক্ত ও যোগ্য ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়টি বিবেচনা করুন। এতে কেবল উত্তরাঞ্চলের জনগণই উপকৃত হবে না।” তিনি তার বক্তব্যে আরও বলেন, “এতদিনেও উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টা হওয়ার মতো বা নেওয়ার মতো যোগ্য লোক পাওয়া যায়নি, সুতরাং আমি নিজেকে একজন সিনিয়র উপদেষ্টা হিসেবে যোগ্য মনে করি। আমি বিশ্বাস করি, আমাকে সিনিয়র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলে আমি অন্যান্য উপদেষ্টাদের চেয়ে ভালো কাজ করব।”


ব্যক্তিগত জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্যপদ না থাকলেও সিরাজ-উদ-দৌলা বলেন, “আমি সিনিয়র রাজনীতিবিদদের সান্নিধ্যে থেকে রাজনীতিতে স্বশিক্ষিত হয়েছি। এজন্য আমি আত্মবিশ্বাসী যে, আমাকে সিনিয়র উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলে উত্তরাঞ্চলকে সারা দেশের মধ্যে একটি মডেল হিসেবে উপস্থাপন করতে পারব।” তিনি বলেন, “আমি দেশটির আইন ও বিচার বিভাগের কার্যক্রম শুধুমাত্র দুই সপ্তাহে ঠিক করে দিতে পারব। তিস্তার পানির ন্যায্য হিস্যা না দেওয়ার জন্য ভারতের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবো।”


তিনি আরও জানান, “আমি গাভির কাছ থেকে যেভাবে দুধ দোহন করি, তেমনি ভারতের কাছ থেকে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করব।”