ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট, আটক ছাত্রলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ৩রা মার্চ ২০২৫ ০৩:৪৩ অপরাহ্ন
ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট, আটক ছাত্রলীগ কর্মী

দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট করার অভিযোগে নাবিল হোসেন (২২) নামের এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে আটক করেছে থানা পুলিশ। রোববার (২ মার্চ) রাতে বিরামপুর পৌরশহরের বড়মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাবিল হোসেন, যিনি বিরামপুর পৌরশহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে, নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ড শাখার সদস্য হিসেবে পরিচিত।


থানা সূত্রে জানা গেছে, নাবিল হোসেন রোববার বিকেলে তার ফেসবুক আইডি "নাবিল (নাবু)" থেকে একটি রিভলবার ও ম্যাগজিনের ছবি পোস্ট করে। ছবির সাথে ইংরেজিতে "সুইটহার্ট" লেখা ছিল এবং ওই পোস্টে নাবিল দাবি করেছিল, তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ায় সে আত্মহত্যা করবে যদি সে যোগাযোগ না করে। এরপর সন্ধ্যার দিকে পুলিশ বিষয়টি জানতে পারে এবং রাত ৯টার দিকে বিরামপুর মহিলা কলেজ সংলগ্ন বড়মাঠ এলাকা থেকে তাকে আটক করে।


এ ব্যাপারে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, নাবিলের ফেইসবুক পোস্টটি তাকে সামাজিকভাবে বিপদে ফেলার চেষ্টা হিসেবে দেখা হয়েছে। তবে এর পাশাপাশি, নাবিল হোসেনকে গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর দায়ের করা একটি হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানায়, নাবিলের এমন কর্মকাণ্ডের উদ্দেশ্য সুস্পষ্ট ছিল না, তবে ঘটনাটি তদন্তাধীন।


গ্রেপ্তার হওয়ার পর নাবিল হোসেনকে বিরামপুর থানায় নিয়ে আসা হয় এবং সোমবার তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।