প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৯:১৫
সরকারের অনুমতি অনুযায়ী দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে রেকর্ড পরিমাণ চাল আমদানি শুরু হয়েছে। এর আগে প্রায় চার মাস দেশে চাল আমদানি বন্ধ ছিল। প্রথম দিকে চালের শুল্ক নিয়ে কিছু জটিলতা থাকলেও তা সমাধান হওয়ায় গত নয়দিনে হিলি বন্দরে সাড়ে ১৪ হাজার মেট্রিকটন চালের চালান দেশে পৌঁছেছে। ফলে বাজারে পাইকারি দরে কেজিতে অন্তত ২-৩ টাকা হ্রাস দেখা দিয়েছে।