শ্রীমঙ্গল উপজেলার দরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে এসব কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে শ্রীমঙ্গল উপজেলার নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মোট ৬০০ হতদরিদ্র মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। এই কার্যক্রমে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা দায়িত্ব পালন করেছেন।
শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শ্রীমঙ্গলের জন্য ৬০০ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছিল। এ বরাদ্দকৃত কম্বল ইতোমধ্যে সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, “আশা করছি শিগগিরই আরও বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ আসার পর সেগুলোও পর্যায়ক্রমে বিতরণ করা হবে।”
দারিদ্র্যের কারণে শীতবস্ত্র ক্রয়ে অক্ষম মানুষদের মাঝে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসিত হয়েছে। বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষরা এই কম্বল পেয়ে উপকৃত হয়েছেন। শ্রীমঙ্গল উপজেলার স্থানীয় বাসিন্দারা সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।