আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ি গ্রামের নুসরাত জাহান রাহী (৯) হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় আগরদাড়ি স্কুল মোড়ে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তারা হত্যাকারী জনির ফাঁসির দাবি জানান।
মানববন্ধনের আয়োজন করে আগরদাড়ি রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয় ও আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে নুসরাতের মা সাবিনা খাতুন, বাবা রবিউল ইসলাম রুবেল, দাদি ফুলি বেগমসহ বিভিন্ন স্থানীয় নেতা ও শিক্ষকেরা অংশ নেন। কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান এসএম ওমর ছাকী ফেরদৌস পলাশ, বালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল হান্নান, মাওলানা সোলায়মান আজিজী, মাওলানা ইয়াহিয়া সরদার, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদসহ বেশ কিছু সামাজিক নেতৃবৃন্দও তাদের বক্তব্যে হত্যাকারী জনির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এ সময় বক্তারা নুসরাতের হত্যাকারী রেজোয়ান কবির জনির দ্রুত ফাঁসি চেয়ে সুষ্ঠু বিচার দাবি করেন। তারা জানান, গত ১৪ ডিসেম্বর নুসরাত জাহান রাহীর লাশ তার নিজ বাড়ির পাশের পুকুর থেকে রশি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রেজোয়ান কবির জনিকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি স্বীকার করে যে, সে নুসরাতের কানে থাকা স্বর্ণের দুল ছিনতাই করতে গিয়ে তাকে হত্যা করেছে। তার এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরে পুলিশ জনিকে আদালতে সোপর্দ করে, এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, তাদের এই প্রতিবাদ সবার কাছে পৌঁছাবে এবং নুসরাত হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত হবে। এতে স্থানীয় সমাজকল্যাণমূলক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।