ঝালকাঠির রাজাপুরে এক অভিযান পরিচালনা করে প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজাপুরের মেডিকেল মোড় এলাকার মায়ের দোয়া রিসাইকোলন নামক প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির মালিক আবুল হোসেন সেখানে উপস্থিত না থাকায় তার ম্যানেজার মো. সম্রাটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয়েছে প্রায় ১.৮ টন নিষিদ্ধ পলিথিন, যার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকারও বেশি। এসব পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর এবং নিষিদ্ধ।
পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখার সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, "এ ধরনের নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। এগুলো দীর্ঘদিন মাটির নিচে পচে না গিয়ে পরিবেশের ক্ষতি করে। আমরা অভিযানে ১.৮ টন পলিথিন জব্দ করেছি, যা বাজারে ব্যবহারের জন্য বিপজ্জনক ছিল।"
এছাড়া তিনি আরও জানান, "এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।" অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির মালিক আবুল হোসেনকে শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে, তবে কিছু ব্যবসায়ী এখনও অবৈধভাবে এসব পলিথিন বাজারে প্রবাহিত করছেন, যা পরিবেশের জন্য বড় হুমকি।
এদিকে, ঝালকাঠির স্থানীয় ব্যবসায়ী ও পরিবেশ সচেতন ব্যক্তিরা পরিবেশ অধিদপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "পলিথিন পরিবেশে জমে গিয়ে মাটির গুণমান নষ্ট করে এবং জলজ প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতি সাধন করে। এর ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা উচিত।"
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।