
প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৮:১৪

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পণ্যের মেলা শুরু হবে। তিন দিনব্যাপী এ মেলায় দেশটির ৪৬টি প্রতিষ্ঠানের ৭৪টি স্টল থাকবে। যৌথভাবে এ মেলার আয়োজন করছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং বাংলাদেশের যুক্তরাষ্ট্রের দূতাবাস। মেলায় দেশটির বিভিন্ন উন্নত পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন পণ্য বিক্রিও হবে। হোটেল সোনারগাঁওয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রফতানিতে জিএসপি (বাণিজ্যে অগ্রাধিকার খাত) সুবিধা ফিরিয়ে দেয়ার বিষয়টি বিবেচনাধীন। এ ব্যাপারে তারা সহায়তা করবেন। একক দেশ হিসেবে বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বেশি রফতানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশের রফতানি তৈরি পোশাক খাতনির্ভর। অর্থাৎ এক পণ্যেই আটকে আছে রফতানি। এতে পোশাক খাতে কোনো সমস্যা হলে সারা বিশ্বে বদনাম ছড়ায়।


ইনিউজ ৭১/এম.আর