https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পর্যটন খাতে ঘুরে দাঁড়াতে চায় ব্যবসায়ীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ২:৩৯

শেয়ার করুনঃ
পর্যটন খাতে ঘুরে দাঁড়াতে চায় ব্যবসায়ীরা

আগামী ১৯ আগস্ট থেকে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী খুলে দেওয়া হবে দেশের সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। করোনা মহামারির থাবায় লকডাউনে বন্ধ থাকা পর্যটন খাত অর্ধেক খুলে দেওয়ার ঘোষণায় কয়েক হাজার কোটি টাকা লোকসান মাথায় নিয়ে আবারও আশার আলো দেখছেন পর্যটন সেক্টরের ব্যবসায়ীরা। 

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর তথ্যমতে, ২০১৯ সালের জিডিপিতে পর্যটন খাত দেশের অর্থনীতিতে চার শতাংশ অবদান রেখেছিল। করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের পর বাংলাদেশের পর্যটন শিল্প অভ্যন্তরীণ পর্যটনের মাধ্যমে কিছুটা ক্ষতি কাটিয়ে উঠার প্রচেষ্টায় ছিল। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের কারণে বাংলাদেশের পর্যটন শিল্প বেশ ক্ষতির মুখে পড়েছে। মহামারির কারণে পর্যটন খাতকে গত বছর প্রায় ২০ হাজার কোটি টাকার লোকসান গুণতে হয়েছে। এ শিল্পে জড়িত প্রায় ৪০ লাখ মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। অনেকেই হতাশ হয়ে অন্য ব্যবসায় চলে যেতে বাধ্য হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পর্যটন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সাড়ে ৪ মাস ধরে স্তব্ধ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পহেলা এপ্রিল থেকে টানা বন্ধ রয়েছে কক্সবাজার জেলার পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বিভাগের আদেশে সরকারের সকল পর্যটন ও বিনোদনের স্থানগুলো আবারও পর্যটকের কোলাহলে মুখরিত হবে। সাড়ে চার মাসের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াবে কক্সবাজারের পর্যটন শিল্পসহ সকল পর্যটন কেন্দ্র। এমন আশায় বুক বাঁধছেন এ খাতের ব্যবসায়ীরা। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সরেজমিনে দেখা যায়, সমুদ্র সৈকতের কলাতলি, লাবনী, সুগন্ধা, কবিতা চত্বরসহ ১১টি পয়েন্ট ও হিমছড়ি, মেরিন ড্রাইভ, ইনানী, সেন্টমার্টিন, ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্ক, মহেশখালীর আদিনাথ মন্দির, রামু ও টেকনাফের বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারও পর্যটকে ঠাসা থাকলেও করোনা পরিস্থিতির কারণে পর্যটন কেন্দ্রগুলোতে এখনো সুনসান নীরবতা বিরাজ করছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, গত লকডাউনে যে লোকসান হয়েছে তা কাটিয়ে উঠার চেষ্টা করছিল ব্যবসায়ীরা। কিন্তু আবারও লকডাউনের কবলে পড়ে লোকসানের অংকটা বড় হয়েছে। আগামী ১৯ আগস্ট যেহেতু খুলছে, তাই সবাই প্রস্তুত হচ্ছে ব্যবসার জন্য। এখন দেখার বিষয়, বিধিনিষেধ দীর্ঘ মেয়াদে তুলে নেওয়া হচ্ছে কি না। কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ক কমিটির সভাপতি মো. মামুনুর রশীদ বলেন, আগামী ১৯ আগস্ট ৫০ শতাংশ হোটেল-মোটেল খোলার অনুমতি মিলছে। সে হিসেবে পর্যটন ব্যবসায়ীরা কাজ করবে। তবে জেলা প্রশাসন স্বাস্থ্যবিধির কঠোর নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে। যদি কেউ নির্দেশনা ভাঙার চেষ্টা করে তাহলে জেল-জরিমানাও হতে পারে।

কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম বলেন, কিছুদিন পর পর লকডাউনের কারণে কক্সবাজারের ব্যবসায়ীরা চরম লোকসানে পড়েছিল। প্রায় ১০ হাজার কোটি টাকার লোকসান কাটিয়ে উঠা কঠিন। তাই কিছু ব্যবসায়ীকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা প্রয়োজন। হোটেল পিংসোর ব্যবস্থাপক সামিউল আলম শুভ বলেন, দুশ্চিন্তা কাটিয়ে সবকিছু প্রস্তুত করা হচ্ছে। এক প্রকার ভুতুড়ে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। হয়তো সেই অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখব আমরা।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

বিনিয়োগ সম্মেলনে নিলোর্নের সঙ্গে চুক্তি, আড়াইহাজারে অত্যাধুনিক কারখানা

বিনিয়োগ সম্মেলনে নিলোর্নের সঙ্গে চুক্তি, আড়াইহাজারে অত্যাধুনিক কারখানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডিশ কোম্পানি নিলোর্নের নতুন কারখানা স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এই চুক্তিটি সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক সই করার সময় উপস্থিত ছিলেন নিলোর্ন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম এবং বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি।  নিলোর্নের এই নতুন

বাণিজ্য ঘাটতি কমাতে ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্র-বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য ঘাটতি কমাতে ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্র-বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য আরও ১০০ পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এর আগে, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৭ শতাংশ বাড়তি শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চিঠিতে বলা

বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় শুরু ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’

বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় শুরু ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’

দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের বড় উদ্যোগ হিসেবে আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তা অংশ নিচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, এবারের সম্মেলনের অন্যতম

ইতিহাসে সর্বোচ্চ দাম, স্বর্ণের বাজারে বড় ঝাঁকুনি

ইতিহাসে সর্বোচ্চ দাম, স্বর্ণের বাজারে বড় ঝাঁকুনি

পবিত্র ঈদুল ফিতরের আগে বাংলাদেশে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১ হাজার ৭৭৩ টাকা বেড়ে এখন এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা দাঁড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই দাম ২৯ মার্চ থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে

চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজের অবস্থান নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজের অবস্থান নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজগুলোর অনিয়ন্ত্রিত অবস্থান ঠেকাতে কড়া নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বড় জাহাজ থেকে পণ্য খালাসের পর ৭২ ঘণ্টার মধ্যে তা নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই নির্দেশনা জারি করা হয় এবং শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে, মাদার