
নির্ধারিত সময়ে যাচ্ছে ট্রেন, বহু বছর পরে যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা
নাজমুল হোসেন , স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:৫৭
শেয়ার করুনঃ

ঈদের ছুটিতে ঢাকা রেলওয়ে স্টেশনে দেখা গেছে ভিন্ন চিত্র। যাত্রীদের দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তির সেই পুরনো দৃশ্য বদলে গেছে। এবার ট্রেনই অপেক্ষা করছে যাত্রীদের জন্য। নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে থাকছে ট্রেন, ফলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠে নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করতে পারছেন। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেনের রেক প্রস্তুত রাখা হয়েছে। ট্রেন ছাড়ার পরপরই খালি প্ল্যাটফর্মে নতুন ট্রেন আনার এই ব্যবস্থাপনা যাত্রীদের স্বস্তি এনে দিয়েছে। যাত্রীদের মতে, ট্রেনের শিডিউল মেনে চলার এমন দৃশ্য আগে খুব কমই দেখা গেছে।
ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, ট্রেনের শিডিউল রক্ষা করতে স্টেশন কর্তৃপক্ষ বেশ সচেষ্ট। ট্রেনের রেক আগেভাগে এনে রাখার কারণে যাত্রীরা নির্দিষ্ট সময়ের আগেই ট্রেনে উঠতে পারছেন। গত কয়েক বছর ধরে ঈদে ট্রেনযাত্রার সঙ্গে শিডিউল বিপর্যয় ও যাত্রীদের দুর্ভোগ জড়িয়ে থাকলেও এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। জামালপুর এক্সপ্রেসের যাত্রী জাহাঙ্গীর হোসেন জানান, টিকিট সংগ্রহে কিছুটা ঝামেলা থাকলেও প্ল্যাটফর্মে এসে ট্রেন ধরতে কোনো সমস্যা হয়নি। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই ট্রেন প্ল্যাটফর্মে রাখা হয়েছে। তার বন্ধুদের অভিজ্ঞতাও একই রকম।
এদিকে কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী তানভীর আহমেদ জানিয়েছেন, ঈদের সময় কমলাপুর রেলস্টেশনে চরম ভিড় লেগে থাকলেও এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আগেভাগে প্ল্যাটফর্মে এসেছিলেন, যাতে আসন পেতে কোনো সমস্যা না হয়। সকাল ৯টায় এসে দেখেন, ট্রেন ঠিক সময়ে প্রস্তুত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ট্রেন ছাড়বে, তাই তিনি বেশ স্বস্তি পাচ্ছেন।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানিয়েছেন, সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে পরিচালনা করা হচ্ছে, যাতে যাত্রীদের কোনো ভোগান্তি না হয়।

ঈদযাত্রায় ট্রেনের সময়ানুবর্তিতা নিশ্চিত হওয়ায় যাত্রীরা বেশ আনন্দিত। স্টেশন এলাকায় ট্রেনের বাড়তি চাপ থাকলেও ভোগান্তি নেই। যাত্রীরা নির্ধারিত সময়ে ট্রেনে উঠে স্বস্তির সঙ্গে যাত্রা করতে পারছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন পরিকল্পিত ব্যবস্থাপনায় ঈদের ট্রেনযাত্রা এবার আরও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।

