https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নির্ধারিত সময়ে যাচ্ছে ট্রেন, বহু বছর পরে যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা

নাজমুল হোসেন
নাজমুল হোসেন , স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:৫৭

শেয়ার করুনঃ
নির্ধারিত সময়ে যাচ্ছে ট্রেন, বহু বছর পরে যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা

ঈদের ছুটিতে ঢাকা রেলওয়ে স্টেশনে দেখা গেছে ভিন্ন চিত্র। যাত্রীদের দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তির সেই পুরনো দৃশ্য বদলে গেছে। এবার ট্রেনই অপেক্ষা করছে যাত্রীদের জন্য। নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে থাকছে ট্রেন, ফলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠে নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করতে পারছেন। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেনের রেক প্রস্তুত রাখা হয়েছে। ট্রেন ছাড়ার পরপরই খালি প্ল্যাটফর্মে নতুন ট্রেন আনার এই ব্যবস্থাপনা যাত্রীদের স্বস্তি এনে দিয়েছে। যাত্রীদের মতে, ট্রেনের শিডিউল মেনে চলার এমন দৃশ্য আগে খুব কমই দেখা গেছে।  

ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, ট্রেনের শিডিউল রক্ষা করতে স্টেশন কর্তৃপক্ষ বেশ সচেষ্ট। ট্রেনের রেক আগেভাগে এনে রাখার কারণে যাত্রীরা নির্দিষ্ট সময়ের আগেই ট্রেনে উঠতে পারছেন। গত কয়েক বছর ধরে ঈদে ট্রেনযাত্রার সঙ্গে শিডিউল বিপর্যয় ও যাত্রীদের দুর্ভোগ জড়িয়ে থাকলেও এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। জামালপুর এক্সপ্রেসের যাত্রী জাহাঙ্গীর হোসেন জানান, টিকিট সংগ্রহে কিছুটা ঝামেলা থাকলেও প্ল্যাটফর্মে এসে ট্রেন ধরতে কোনো সমস্যা হয়নি। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই ট্রেন প্ল্যাটফর্মে রাখা হয়েছে। তার বন্ধুদের অভিজ্ঞতাও একই রকম।  

এদিকে কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী তানভীর আহমেদ জানিয়েছেন, ঈদের সময় কমলাপুর রেলস্টেশনে চরম ভিড় লেগে থাকলেও এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আগেভাগে প্ল্যাটফর্মে এসেছিলেন, যাতে আসন পেতে কোনো সমস্যা না হয়। সকাল ৯টায় এসে দেখেন, ট্রেন ঠিক সময়ে প্রস্তুত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ট্রেন ছাড়বে, তাই তিনি বেশ স্বস্তি পাচ্ছেন।  

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানিয়েছেন, সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে পরিচালনা করা হচ্ছে, যাতে যাত্রীদের কোনো ভোগান্তি না হয়।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
ঈদযাত্রায় ট্রেনের সময়ানুবর্তিতা নিশ্চিত হওয়ায় যাত্রীরা বেশ আনন্দিত। স্টেশন এলাকায় ট্রেনের বাড়তি চাপ থাকলেও ভোগান্তি নেই। যাত্রীরা নির্ধারিত সময়ে ট্রেনে উঠে স্বস্তির সঙ্গে যাত্রা করতে পারছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন পরিকল্পিত ব্যবস্থাপনায় ঈদের ট্রেনযাত্রা এবার আরও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদে সেনাপ্রধানের সিএমএইচ ও সেনা ক্যাম্প পরিদর্শন

ঈদে সেনাপ্রধানের সিএমএইচ ও সেনা ক্যাম্প পরিদর্শন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকাসহ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনাপ্রধান সেনা সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি সেনাসদস্যদের উৎসাহিত করেন ও তাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ঈদযাত্রায় স্বস্তি, ২০ বছরে সেরা ব্যবস্থাপনা

ঈদযাত্রায় স্বস্তি, ২০ বছরে সেরা ব্যবস্থাপনা

ঈদযাত্রায় দীর্ঘদিন পর ভোগান্তিহীন পরিবহন ব্যবস্থা দেখা গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, গত ২০ বছরে এত স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়নি। রোববার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।   তিনি বলেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার এককভাবে নয়, সম্মিলিতভাবে কাজ করেছে। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশসহ

মেট্রোরেল ঈদের দিন বন্ধ, পরদিন থেকে স্বাভাবিক

মেট্রোরেল ঈদের দিন বন্ধ, পরদিন থেকে স্বাভাবিক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শনিবার প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। তবে ঈদের পরদিন থেকে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে।   ডিএমটিসিএল জানিয়েছে, গত বছরের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল পরিষেবা বন্ধ থাকবে। তবে অন্যান্য দিনগুলোতে নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন চলবে। সংস্থার

২৯ মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ

২৯ মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ

আজ ২৯ মার্চ ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ হবে, যা ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু অংশ থেকে দেখা যাবে। এই গ্রহণের ছায়া বিস্তৃত থাকবে আর্কটিক ও আটলান্টিক মহাসাগর পর্যন্ত। বাংলাদেশ থেকেও আংশিকভাবে এই গ্রহণ দেখা যেতে পারে।   চলতি বছর দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ২১ সেপ্টেম্বর, যা প্রশান্ত মহাসাগর, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকার আকাশে দেখা যাবে। তবে এটি বাংলাদেশ

হেফাজতের মহাসমাবেশ ৩ মে, জাতীয় কনভেনশন জুনে

হেফাজতের মহাসমাবেশ ৩ মে, জাতীয় কনভেনশন জুনে

হেফাজতে ইসলাম আগামী ৩ মে রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। শুক্রবার জামিয়া মাদানিয়া বারিধারায় কেন্দ্রীয় খাস কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।   সভায় সিদ্ধান্ত হয় যে, ৫ মে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা, পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নিহতদের বিচার দাবিতে