প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ২৩:৪৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের জনগণকেও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সোমবার রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভারতের ২০ কোটি মুসলমান অন্যান্য দেশের মুসলিমদের সঙ্গে রোজা ও ইবাদতে অংশ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ঈদুল ফিতর আত্মবিশ্লেষণ,
কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক। এই উৎসব করুণা, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা বিশ্ব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। এদিন মোদি বিশ্ব শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আরও দৃঢ় হোক এই প্রত্যাশা জানান তিনি।