প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ২০:০
বিশ্বের বিভিন্ন দেশগুলোর মতো ভারতেও ঈদ-উল-ফিতর উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপন করা হয়েছে। বিশেষত, রাজস্থানের জয়পুরে ঈদের দিন একটি অসাধারণ দৃশ্য দেখা গেছে, যেখানে হিন্দু মুসলিম ঐক্য প্রদর্শন করতে গিয়ে কয়েকজন হিন্দু মুসলিমদের ওপর ফুল বর্ষণ করেছেন। এই ঘটনা জয়পুর শহরের দিল্লি রোডের ঈদগাহে ঘটেছে, এবং এতে হিন্দু মুসলিম ঐক্য কমিটি ব্যানারে আসা কয়েকজন হিন্দু পুরুষ মুসলিমদের ওপর ফুল বর্ষণ করে ঈদ উদযাপনে অংশ নেন।