আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আনসার ভিডিপির সদস্যরা থানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রেখেছে। তারা বিদেশি দূতাবাস, হাসপাতাল, বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় অতিথিশালা রক্ষায় দায়িত্ব পালন করেছে। পাশাপাশি বন্যা, জলোচ্ছ্বাস, মহামারিসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায়ও তারা সক্রিয় ভূমিকা রাখছে।
বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। তিনি বলেন, আনসার বাহিনী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, "দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ভিডিপি বাহিনীর ত্যাগ ও নিষ্ঠা অনস্বীকার্য। তারা শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, জাতীয় দুর্যোগ মোকাবিলা ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায়ও যথেষ্ট ভূমিকা রেখে চলেছে।"
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি বিভিন্ন উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আনসার বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
আনসার বাহিনী দেশের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আনসার সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করছে। তাদের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে।"
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে আনসার বাহিনীকে আরও দক্ষ করতে নতুন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির জন্য আধুনিক সরঞ্জাম সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আনসার বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, "জাতির যেকোনো সংকটময় মুহূর্তে আনসার ভিডিপির সদস্যরা সাহসিকতার পরিচয় দিয়েছে। ভবিষ্যতেও তারা দেশ ও জনগণের পাশে থাকবে বলে আশা করি।"
আনসার বাহিনীর এই জাতীয় সমাবেশ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে বাহিনীর অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।