ধানমন্ডি ৩২ নম্বরের একটি ভবনের বেসমেন্ট থেকে পানি অপসারণের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। রোববার সকাল থেকে এই কাজ চলছে বলে জানা গেছে।
গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ‘ছাত্র-জনতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয়। এরপর তারা পাশে নির্মাণাধীন একটি ভবনে প্রবেশ করে, যা ‘সিআরই ভবন’ নামে পরিচিত।
ওই ভবনের কয়েকটি বেজমেন্ট দেখতে পায় বিক্ষোভকারীরা। প্রথম দুই তলা পর্যন্ত নামতে পারলেও নিচের ফ্লোরে পানি দেখে থেমে যেতে হয়। তখন ধারণা করা হয়, এর নিচে আরও ফ্লোর থাকতে পারে।
এ ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন, ওই ভবনের নিচে রহস্যজনক কক্ষ থাকতে পারে এবং সেখানে ‘আয়নাঘর’ থাকার কথাও বলা হয়।
এ নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকেই বিতর্ক শুরু হয় এবং অনেকেই দাবি করেন, বেজমেন্টের পানি সরিয়ে দেখা হোক সেখানে কী আছে।
বিভিন্ন মহলে আলোচনার পর অবশেষে ৯ ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ শুরু করে।
পানি সরানোর কাজ কতদিন চলবে এবং নিচে কী আছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, পুরো কাজ শেষ হলে প্রকৃত চিত্র জানা যাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।