এখন থেকে জাতীয় পরিচয়পত্র ঠিক থাকলে মিলবে পাসপোর্ট !

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৫ অপরাহ্ন
এখন থেকে জাতীয় পরিচয়পত্র ঠিক থাকলে মিলবে পাসপোর্ট !

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাসপোর্ট জটিলতা নিরসনে গৃহীত সুপারিশের আলোকে ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিলের বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা অংশ নেন।  


সভায় জানানো হয়, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সঠিক থাকলে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। উপদেষ্টা পরিষদের সুপারিশ অনুযায়ী, এই দুটি নথি যথাযথ থাকলে পাসপোর্ট প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই-বাছাইয়ের প্রয়োজন নেই বলে মত প্রকাশ করা হয়।  


এক কর্মকর্তা জানান, এই বিষয়ে সভায় অগ্রগতি হয়েছে এবং পরবর্তী সময়ে আরও একটি সভা অনুষ্ঠিত হবে। অধিকাংশ প্রতিনিধি পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিলের পক্ষে মত দিয়েছেন।  


সভার আলোচনায় উঠে আসে, পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর করতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া জরুরি। প্রবাসীদের পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে কি না, তা পরবর্তী সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।  


সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।  


সভার সিদ্ধান্ত অনুযায়ী, পাসপোর্ট প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট বিভাগগুলো একসঙ্গে কাজ করবে এবং দ্রুততম সময়ের মধ্যে সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।  


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপদেষ্টা পরিষদের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।  


পাসপোর্ট পদ্ধতি সহজ হলে সাধারণ জনগণের দুর্ভোগ কমবে এবং প্রশাসনিক জটিলতা দূর হবে বলে সভার প্রতিনিধিরা মত প্রকাশ করেছেন।