প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:১০

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জুয়েল তালুকদার নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ১নং চেঁচরীরাপুর ইউনিয়নের বানাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
