পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নবজাতকের পরিবার ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।
নবজাতকের বাবা সাব্বির সিকদার ও মা ইতি বেগম (২২) বাউফল পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের অভিযোগ, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ২টার দিকে প্রসববেদনা নিয়ে ইতি বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু জরুরি বিভাগে গিয়ে কোনো চিকিৎসক কিংবা সহায়তাকারী কর্মচারীকে পাওয়া যায়নি। রোগী উপরের তলায় নেওয়ার জন্য কোনো ট্রলি বা লোকজনও ছিল না। বাধ্য হয়ে স্বজনরাই ইতি বেগমকে কোলে করে উপরে নিয়ে যান।
পরিবারের আরও অভিযোগ, ডেলিভারি রুমে ভর্তি করার পর সারারাত অতিরিক্ত রক্তক্ষরণ হলেও দায়িত্বরত নার্সরা বিষয়টি চিকিৎসককে জানাননি কিংবা ফোন করেননি। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় সকালে ডেলিভারি করানোর পর নবজাতককে মৃত ঘোষণা করা হয়।
নবজাতকের বাবা সাব্বির সিকদার বলেন, “রাতে কোনো চিকিৎসা পাইনি বলেই আমার সন্তান মারা গেছে। নার্সদের বারবার অনুরোধ করেও তারা ডাক্তারকে ফোন করেননি।”
হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন চিকিৎসক ফাতেমা বেগম যুথী, যিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে অবস্থান করছিলেন। এ সময় শিরিন ও শিপ্রা নামে দুই নার্স দায়িত্বে ছিলেন।
দায়িত্বরত সিনিয়র নার্স শিরিন বেগম বলেন, “নিয়ম অনুযায়ী আগে ভর্তি করতে হয়, পরে চিকিৎসক দেখেন। আমি ডাক্তার নই, নির্দেশ ছাড়া চিকিৎসা দেওয়া সম্ভব নয়।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।