
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:১৫

আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী সৈনিক শামীম রেজাকে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
