
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১৮:১৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা মাঠে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন শতশত কৃষক। মাঠ থেকে বাড়িতে ফসল পরিবহনের দীর্ঘদিনের চলাচলের একমাত্র পথটি বাঘাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ টিনের বেড়া দিয়ে আটকে দেওয়ায় তৈরি হয়েছে এই অচলাবস্থা। ফলে ১৫’শ বিঘারও বেশি জমির পাকা ধান কাটলেও পরিবহন করতে পারছেন না কৃষকেরা।
